চার দিনেও সন্ধান মিলেনি কুমিল্লার সামছুল হকের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

কুমিল্লা প্রতিনিধি:>>>

জানা গেছে, সামছুল হক(৫৮) সামান্য মানসিক প্রতিবন্ধী। মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা ও মাথার চুল সাদা-কালো। তিনি শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী বাতিসা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফিরেননি। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

 

কোন ব্যক্তি নিখোঁজ সামছুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানা বা তাঁর ছেলে ইউসুফের ০১৮১২৯২৭১৬৮ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :