শীতার্তদের জন্য দিরাইয়ে স্থাপন হলো “মানবতার দেয়াল”

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস নিয়ে যান” এই শ্লোগান নিয়ে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন দিরাই শাখার উদ্যোগে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। দিরাই পৌর শহরের থানা পয়েন্টস্থ দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দেয়ালে এই মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আপনার অপ্রয়োজনীয় জিনিস এই দেয়ালে রেখে যাবার জন্য সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি সমাজের অবহেলিত দরিদ্র লোকজনকে দেয়ালে জমাকৃত জিনিস থেকে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবার আহবান জানানো হয়। দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ সরদার বিশ্বজনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতীত ও বর্তমানে বিশ্বজনের সকল কর্মকান্ড প্রশংসার দাবী রাখে। কিছু তরুনদের সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমরা অভিভূত। তাঁরা দিরাইয়ের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার অপ্রয়োজনীয় কাপড়চোপড়, জুতো সহ বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এখানে জমা দিয়ে, বিশ্বজনের এই উদ্যোগ কে উৎসাহ প্রদানের পাশাপাশি অবহেলিত মানুষের কল্যানে ভূমিকা রাখুন।

আপনার মতামত লিখুন :