নওগাঁয় হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষকের লাশ উদ্ধার

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক জামাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট ব্রিজের নিচে ঘুকশী নদীর পানিতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জামাল উদ্দিন ধামইরহাট উপজেলার শাহাপুর গ্রামে কায়েম উদ্দিনের ছেলে। তিনি গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে কেন তাকে হত্যা করা হলো তা এখনো বের করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, জামাল উদ্দিনের হাত ও পা মোটা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ২/৩ দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি জাকিরুল ইসলাম।

আপনার মতামত লিখুন :