কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৫

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত এবং ৫ জন শ্রমিক আহত হয়েছে, আটকা পড়ে আছে আরও ৩ জন। বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের বাইরের অংশে ছাদের ঢালাই কাজ চলছিলো। হঠাৎই ছাদ ধসে পড়ে। এতে আহত হয় ৫ শ্রমিক। আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সময় আটকা পড়ে আরও ৩ জন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন :