সোনাগাজীতে গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করলেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

সোনাগাজী প্রতিনিধি:>>>

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে সুবিধাভোগীদের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান শনিবার সকালে সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামে অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গৃহ হস্তান্তরের চাবি হস্তান্তর করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রমুখ। ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভুমি ও গৃহ নাই এমন ৫০ জন কে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রতিগৃহ নির্মানে ১ লক্ষ টাকা ব্যায়ে পাকা গৃহ নির্মান করেদেওয়া হয়েছে। শনিবার সকালে উপকার ভোগী ৫০ জনের হাতে চাবি তুলেদেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এ সময় জেলা প্রশাসক বলেন, সম্পদের সিমাবদ্ধতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের আশ্রয়নের জন্য ঘর তৈরি করে দিয়ে এক বিরল দৃষ্টান্তের দাবিদার হয়েছে। তিনি আরো বলেন আশ্রয়হীনদের আশ্রয়ন করেদিতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। উক্ত গৃহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে ঘর পাওয়া এরশাদ উল্লাহ ও আবুল কাশেম আবেগ আপ্লুত হয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে আশ্রয়নের ঘর করে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা রইল। আমরা তার দির্ঘায়ু কামনা করি।

আপনার মতামত লিখুন :