লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-৭

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ এএম, ২৩ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার>>>

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-চৌমহনী আঞ্চলিক সড়কের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ চন্দ্রগঞ্জ থেকে অটোরিকশায় করে সদর উপজেলায় যাচ্ছিলেন শাহ আলম ও তার পরিবার। রতনপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলমের পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হন।

তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

আপনার মতামত লিখুন :