পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি

নিজস্ব প্রতিবেদক, ফেনী:>>>
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের ফেনী মডেল থানার সামনে র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম সরকার। র্যালিটি শহরের ট্রাংক রোড হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পুলিশ লাইন সমাবেশে মিলিত হয়।
র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং মারমা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি), জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ (টিআই) মীর গোলাম ফারুক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খাঁন চৌধুরী, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, পরির্দশক তদন্ত মো. সাজেদুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির গোলাম নবী, ট্রাক-মিনিট্রাক-কাভার্ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিতে জেলা পুলিশের সদস্য, পরিবহণ নেতা, পরিবহণ শ্রমিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম সরকার ও জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ (টিআই) মীর গোলাম ফারুক ট্রাফিক সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।