সোনাগাজীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সাংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:>>>
সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সাংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।
বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি ও সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সিনির শিক্ষক নূর মোহাম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী হায়দার খোন্দকার, মফিজুর রহমান খোকন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নূরনবী লিটন ও সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মেতালেব রবিন প্রমূখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আবুল কাসেম।