ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা মামলায় স্বামী জিসান চৌধুরী জিকুকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. সফিউল আজম এ রায় দেন। তবে আসামি জিকু পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

২০১৩ সালের ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী জিসান চৌধুরী জিকু। পরে সে নিজেই পুলিশকে খবর দেয়।

জানা যায়, ২০০৯ সালের ৩ এপ্রিল শহরের পাওয়ার হাউস সড়ক সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরীর ছেলে জিসান চৌধুরী জিকুর সঙ্গে বিয়ে হয় ঢাকার ডেমরার কাজলা এলাকার মুসলিম মুন্সীর মেয়ের জেসমিন আক্তার আঁখির। এরপর তাদের একটি অটিস্টিক ছেলে জন্ম নেওয়ায় পরিবার থেকে জিকুকে বের করে দেওয়া হয়। পরে সে কাউতলি এলাকায় ভাড়া বাসায় ওঠে।

কাউতলি এলাকার ‘মা মঞ্জিল’ নামে ১১৫৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। এসময় আঁখি তাকে পরকীয়ায় জড়িত বলে সন্দেহে করতো। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এসবের জের ধরেই জিকু ২০১৩ সালের ২৭ আগস্ট গলায় উড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে আঁখিকে হত্যা করে। পরে সে নিজেই পুলিশকে খবর দিয়ে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।

ঘটনার পর পুলিশ জিকুকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালতে সে নিজের দোষ স্বীকার করে। এই ঘটনায় আখির বাবা মুসলিম মুন্সি জিকুকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর কয়েক মাস পর জিকু জামিনে বেড়িয়ে আসে। বর্তমানে জিকু পলাতক রয়েছে।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি মোহাম্মদ দ্বীন ইসলাম।

আপনার মতামত লিখুন :