ফের চালু হচ্ছে ফেনীর একমাত্র সরকারী প্রতিষ্ঠান দোস্ত টেক্সটাইল মিল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

ফেনী প্রতিনিধি:>>>

ফেনী ৮ বছর বন্ধ থাকার পর ফেনীর একমাত্র সরকারী প্রতিষ্ঠান দোস্ত টেক্সটাইল মিলটি পাবলিক প্রাইভেট পার্টনার’অর্থাৎ পিপিপিএর মাধ্যমে ফের চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বিটিএমসি,র এ মিলটি পিপিপি’র ভিত্তিতে চালু হলেও এগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছেন মিল কতৃপক্ষ ।আর এটি চালু হলে যেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান তেমনি দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা।ইতিমধ্যে মিলটি পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসকসহ উর্ধ্ধতন কর্মকর্তারা।

 

মিল কতৃপক্ষ জানায়, ফেনী সদরের রাণীর হাট এলাকায় ১৯৬৪ সালে পাকিন্তানী শিল্পপতি দোস্ত মোহাম্মদ ২১ একর জায়গার মিলটি স্থাপন করেন। ১৯৭২ সালে বানিজ্যিক ভাবে মিলটি জাতীয়করন করা হয়। বিটিএমসি পরিচালিত ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি শুধুমাত্র কাঁচামালের অভাব দেখিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে বন্ধ করে দেয় কতৃপক্ষ। ৩ বছর বন্ধ থাকার পর ২০১১ সালের মার্চে ফের উৎপাদন শুরু হলেও ৪ মাসের মাথায় আবার বন্ধ হয়ে যায় মিলটি।অথচ মিলটি ছিলো লাভ জনকে প্রতিষ্ঠান।

আর প্রতিষ্ঠার পর থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের বিটিএমসি’র নিয়ন্ত্রনাধীন ৭৪টি টেক্সটাইল মিলের মধ্যে দোস্ত টেক্সটাইল মিল প্রতি বছর প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতো। পাশাপাশি বন্ধের আগ পর্যন্ত মিলে ১৮ জন কর্মকর্তা, ৫৪ জন কর্মচারী এবং সাত শত শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে মিল ছেড়ে যেতে হয়। তবে বর্তমানে এটি চালুর উদ্যেগ নেয়ায় খুশি প্রাক্তন কর্মচারীসহ স্তানীয়রা। দোস্ত টেক্সটাইল মিল ম্যানেজার মো: কামরুজ্জামান জানান, এদিকে ৪ জন কর্মকর্তাসহ ১১ জন নিরাপর্তা প্রহরী মিলটিতে বর্তমানে কর্মরত রয়েছেন।

 

আর ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত মিলটির পুন্জিবুত দেনা রয়েছে ৫৬ কোটি টাকার অধিক।তবে সকল সমস্যা কাটিয়ে দ্রুত এটি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা… ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান বলেন, মিলটির বিশাল জমি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আর জরাজীর্ণ পুরনো ও অকেজো যন্ত্রপাতি অপসারণ করে আধুনিক স্থাপনাসহ নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে মিলটি চালু হলে উন্নয়নের ছোয়া লাগবে দেশের অর্থনৈতিক খাতে। দ্রুত মিলটি চালুর মাধ্যমে কর্মসংস্থানসহ দেশের অর্থনীতির খাতে ব্যাপক ভূমিকা রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই মনে করছেন স্থানীয়রা

আপনার মতামত লিখুন :