খুলনায় ট্রাক চাপায় নিহত ৫ জনই যুবলীগ ও ছাত্রলীগের নেতা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

খুলনার লবণচোরা থানা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হরিণটানা গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চার লেনের একমুখী সড়কে প্রাইভেট কারটি জিরো পয়েন্ট থেকে বিপরীত পাশ দিয়ে রূপসা সেতুর দিকে যাচ্ছিল। অন্যদিকে, সিমেন্টবোঝাই ট্রাকটি সঠিক পথ দিয়েই রূপসা সেতু থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় ট্রাকটি প্রাইভেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

তারা পাঁচজনই গোপালগঞ্জের যুবলীগ ও ছাত্রলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সকালে নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ পৌঁছানোর পর শোকে স্তব্ধ হয়ে পরে পুরো এলাকা। নিহত পাঁচজন হলেন – মাহবুব হাসান বাবু, এস.এম সাদিকুল আলম সাদিক, ওয়ালিদ মাহমুদ উৎসব, সাজু আহমেদ এবং অনিমুল ইসলাম গাজী। বাদ জোহর গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি ষ্টেডিয়ামে স্টেডিয়ামে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :