গভীর রাতে চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

 

স্টাফ রিপোর্টারঃ>>>

গভীর রাতে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার একটি বস্তিতে । পুড়ে গেছে প্রায় ২০০ ঘর। ইতিমধ্যে নিহত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে তিনটায় নগরীর চাক্তাই এলাকার ভেড়া মার্কেট বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। ধ্বংসস্তুপ থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ৮ জনের সাতজনই দুই পরিবারের সদস্য।

অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :