ডা: ফজলুল আজিম আর নেই

ফেনী (সদর) প্রতিনিধিঃ>>>
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক- ডা: ফজলুল আজিম বাদল (৫৭) মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় ঢাকা বারডেম হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, আত্মীয় স্বজনসহ বহুগুনগ্রাহী রেখে যান।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল -১০ ঘটিকায় মরহুমের নিজ বাড়ী লস্করহাট দমদমা মুহুরী বাড়ীতে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে ফেনী জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন।