আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য।
আজ সোমবার ভোর ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।
নিহত জসিমদ্দিন মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। আহতরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে আমরা নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।