ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হচ্ছেন লিফটন সহ তিন প্রার্থী
স্টাফ রির্পোটারঃ>>>
ফেনীর ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষদিন রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
সোনাগাজীঃ আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে হচ্ছেন তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান ও দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীর সোনাগাজী উপজলা চেয়ারম্যান হতে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি ও আওয়ামলীগের কেন্দ্রিয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন। সোমবার (৪ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ লিফটন ছাড়া আর কেউ মানোনয়নপত্র জামা দেননি বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাই তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
দাগনভূঞাঃ দাগনভূঞায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান দিদারুল কবীর রতন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
পরশুরামঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীর পরশুরাম উপজলা চেয়ারম্যান হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজলা চেয়ারম্যান কামাল উদ্দনি মজুমদার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন উপজেলা আওয়মলীগের সভাপতি এনামুল করিম বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া ।



