১৫ এপ্রিল থেকে রোহিঙ্গাদের নোয়াখালীতে স্থানান্তর শুরু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৮ এএম, ০৬ মার্চ ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন,১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে ।

সচিবালয়ের নিজ অফিস কক্ষে ৩ মার্চ রবিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে আমাদের নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবারকে (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য। শিগগিরই রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে।’

ভাসানচরের অবকাঠামো ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পিএমও থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক হয়েছে। আগামী ৬ মার্চ আরেকটি বৈঠক হবে।’

আপনার মতামত লিখুন :