দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে ভোটগ্রহণ স্থগিত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শাল্লা ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাল্লা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

অন্যদিকে ধর্মপাশা উপজেলার চামারদানি ইউনিয়নের দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সরিষাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নৌকার প্রার্থী শামীম আহমদ মুরাদ ও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন রোকনের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়ায় সেখানে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, দুটি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন :