জয়পুরহাটে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৩ পিএম, ১৬ মার্চ ২০১৯

নিউজ ডেস্ক:>>>

জয়পুরহাটে সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় আবদুর রহমান (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে উপজেলায় হরেন্দ্রাবিদ্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবদুর রহমান উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান, আবদুর রহমান শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে সাইকেলে করে বেড়াতে যায়। সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা নিকটবর্তী হরেন্দ্রা-বিদ্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিখোঁজ আবদুর রহমানের গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের মৃতদেহ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

তবে কী কারণে, কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। নিহতের ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এর সঠিক তথ্য জানা যাবে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন :