সোনাগাজীর ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়ী ভাংচু্র

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৫ এএম, ২৪ মার্চ ২০১৯

সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদের প্রচার গাড়ী ভাংচু্র করেছে প্রতিদ্বন্ধি প্রার্থী সাখাওয়াতুল হক বিটুর সমর্থকরা।

শনিবার বিকেল ৪টায় বগাদানা ইউনিয়নের বকুলতলায় টিউবওয়েল প্রতিকের প্রচারনা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রচার কর্মী আহত স্বপন জানান, বিটুর ভাতিজা রাজুর নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারি যুবক এ হামলা চালায়।এসময় প্রচার গাড়ী ও মাইক ভাংচুর এবং চালকসহ গাড়ীতে থাকা ৩জনকে পিটিয়েছে ওইসব সন্ত্রাসীরা। আহতদের সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগের প্রচার সম্পাদক- সৈয়দ দীন মোহাম্মদ জানান, প্রচার গাড়ীতে হামলার বিষয়টি মডেল থানাকে অবহিত করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

উল্লেখ্য,গত ২০ মার্চ- উপজেলার ডাক বাংলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তারের প্রচার গাড়ি ভাংচু্র করেছিল দুর্বৃত্তরা।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :