লালবাগের আগুন নিয়ন্ত্রণে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫০ এএম, ২৪ মার্চ ২০১৯

রাজধানীর লালবাগের শহীদনগরের ৬ নম্বর গলিতে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।

শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে

ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :