গুলশান কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।
দেবাশীষ বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাঁচাবাজারের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি। আগুনের শিখা কমে এসেছে। এখনো ধোঁয়া বের হচ্ছে।
জিএসনিউজ/এএওয়াই