এবার গুলশানের পুলিশ প্লাজায় আগুন

গুলশান ১-এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই ফের আগুন লেগেছে। এবার গুলশানের পুলিশ প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টা ১৫ মিনিটে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিস দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তিনি। এর আগে গতকাল শনিবার পৌনে ৬টার দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
এ ছাড়া গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বনানীর এফআর টাওয়ার ভবনে আগুন লাগে। এ ঘটনায় ২৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।