খিলগাঁও কামারপট্টি বাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৬ এএম, ০৪ এপ্রিল ২০১৯

রাজধানীর খিলগাঁও কামারপট্টি বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের পাঁচটি ইউনিট আগুনের নেভানোর চেষ্টা করে। পরে তাদের সঙ্গে আরো ১০টি ইউনিট যোগ দেয়।

রাতের এই আগুনে পুড়ে গেছে অনেক দোকান। তবে হতাহাতের কোনও খবর পাওয়া যায়নি

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রেললাইনের পাশের বস্তি বা কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জিএসনিউজ/এএওয়াই

আপনার মতামত লিখুন :