অপহৃত’ ডা. ইকবাল ৬ মাস পর সন্ধান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩০ এএম, ০১ জুন ২০১৭

স্টাফ রির্পোটার:>>>

অপহরণের দীর্ঘ ছয় মাস পর লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদের সন্ধান পাওয়া গেছে। বুধবার রাতের কোনো এক সময় তাকে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতবছরের ১৪ অক্টোবর নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে রাত তিনটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ডা. ইকবাল মাহমুদ অপহৃত হন।
ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য তিনি ঢাকায় আসছিলেন।
গাড়ি থেকে সাইন্স ল্যাবরেটরি মোড়ে নামার পর একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায় বলে পরিবার অভিযোগ করেছিল।
এ ঘটনায় পরের দিন থানায় জিডি করেন তার বাবা মীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম।
ছেলের সন্ধান না পেয়ে পরে ঢাকায় এসে সংবাদ সন্মেলনও করেন তিনি।
ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত।

আপনার মতামত লিখুন :