ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২
স্টাফ রির্পোটার:>>>
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা ১৫মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটি বহণকারী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় মামুন (১০), ইকবাল (২৬), আবু সুফিয়ান (২৫) ও অজ্ঞাত পরিচয়ে এক নারীসহ দুইজনকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন (১০) ও অজ্ঞাত এক নারীকে মৃত ঘোষণা করেন। অপরাপর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মামুন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেতুরাছড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এক নারীসহ দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।



