সুবিধাবঞ্চিত পথশিশুর চিকিৎসার সকল খরচ বহন করলেন যুবলীগ নেতা মিস্টার
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীতে গাছ থেকে পড়ে গুরুতর আহত সুবিধাবঞ্চিত পথশিশু ইলিয়াছের চিকিৎসার দায়িত্ব নিলেন ফেনী জেলা যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার। বুধবার রাতে তিনি ফেনী সদর হাসপাতালে শিশুটিকে দেখতে দিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় ফেনী জেলা যুব মহিলা লীগের নেত্রী মন্জিলা আক্তার মিমি, দলীয় নেতাকর্মী ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার জানান, শিশুটির চিকিৎসা করতে যত টাকা লাগে তিনি তা বহন করবেন। এর আগে ফেনী রেলস্টেশনের প্রত্যয় পাঠশালার ছাত্র পথশিশু ইলিয়াছ গত ২১মে সন্ধ্যায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। এ সময় তার মাথা থেতলে যায় এবং চোখে মারাত্মক আঘাত পান। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে পুণরায় তাকে ফেনী সদর হাসপাতালে আনা হয়। বর্তমানে ইলিয়াছের শারিরিক অবস্থার উন্নতি দিকে।


