ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ফেনী জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকার-এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন উপজেলার প্রধান সড়কে যান চলাচলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার-বলেন নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও পৌরসভার সমন্বিত ভূমিকা পালনের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় যান চলাচলে সব ধরণের বিঘ্ন দূরীকরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফেনী জেলার বিভিন্ন প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে যানচলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষন করা হবে। জেলার প্রতিটি সড়ক-মহাসড়কে যানজট নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য মালিক-শ্রমিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।
সভায় ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলা উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপর কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঐক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপারগণ, সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, ফেনী হাইওয়ে পুলিশ প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, ফেনী শহর ব্যবসায়ীর প্রতিনিধি, আন্তঃ জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক ও পরিবহন সমিতির প্রতিনিধি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



