খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৮ পিএম, ০৭ জুন ২০১৭

স্টাফ রির্পোটার:>>>

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিজিবির সদস্যদের বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবি’র তিন সদস্য আহত হয়েছেন। এসময় হিল উইমেন্স ফেডারেশনের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণের বিশ বছর হওয়ার উপলক্ষে সকালে শহরের স্বণির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় সংগঠনটির নেতাকর্মীরা। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ ও বিজিবি’র সদস্যরা এসময় বাধা দিলে পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এসময় বিজিবি হাবিলদার হাবিব, সিপাহী রুবেল ও কামরুল আহত হয়। এই ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় পুরো স্বণির্ভর এলাকায় বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এতে সেখানকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।বর্তমানে সেখানকার পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন :