ফেনীর মায়াবীতে ৮ হাজার টাকার শাড়ি ১৫ হাজার টাকা !

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৪ পিএম, ০৮ জুন ২০১৭

ইফতেখারুল অালম, ফেনী থেকে:>>>

ফেনীর ঈদ বাজারে পোশাকের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভোক্তাদের অধিকার সংরক্ষণে ফেনী শহরের বিপণীবিতান গুলোতে বৃহস্পতিবার বেলা ১১ টায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

এ সময় শহরের জনপ্রিয় বিপণিবিতান শহীদ মার্কেটের বণিক বিতান, আয়েশা বিতান মনময়ূরী, পেহেলিসহ বেশ কয়েকটি দোকানে বিভিন্ন ধরণের পোশাকের ক্রয় রশিদ ও বিক্রয়মূল্য পরীক্ষা করে দেখা যায় যে, বিক্রেতারা সুতি টাংগাইল ২০-৩০ভাগ ও কাতান শাড়িতে ভাগ মুনাফায় ৪০-৫০ ভাগ মুনাফায় বিক্রি করছেন। এ সময় মার্কেট সমিতির মালিকসহ ব্যবসায়ীদের সহনীয় মাত্রায় মুনাফা করার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

গ্রান্ড হক টাওয়ারে দেখা যায় লাগামহীন মুনাফা। হালিমা বস্ত্রালয়,রিচ ফ্যাশন, মায়াবী ফ্যাশন হাউজসহ বিভিন্ন পোশাকের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।মায়াবীতে ৮০০০ টাকার শাড়ির বিক্রয়মূল্য ১৫০০০ টাকা দেখা যায়। এ সময় সহনীয় মাত্রায় মুনাফা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

এ ছাড়াও মার্কেট সভাপতিদের ইভ টিজিং বিরোধী সাইনবোর্ড টানিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়।

 

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রমজানে পোশাকের বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইভ টিজিং মার্কেটগুলোতে বৃদ্ধি পাওয়ায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসন রমাজান জুড়ে ভোক্তাদের অধিকার সংরক্ষণে কাজ করবেন।

 

এ সময়  উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণ বণিক, জেলা মার্কেটিং কর্মকর্তা এমদাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :