ফুলগাজীতে গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে হেলপার নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৭ পিএম, ০৮ জুন ২০১৭

শাখাওয়াত হোসেন, ফেনী থেকে:>>>

ফেনীর ফুলগাজীতে সিমেন্ট বোঝাই পাওয়ার ট্রলির চাকা পিস্ট হয়ে একজন হেলপার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব নীলক্ষী গ্রামে এঘটনা ঘটে। নিহত হেলপার সদস্যর নাম ধন মিয়া (৪৫)।

 

স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালে ফুলগাজী বাজার হইতে পাওয়ার ট্রলি করে সিমেন্ট নিয়ে যাচ্ছিলেন একই উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামে। এসময় গাড়ির হেলপার ধন মিয়া সিমেন্টের উপর বসা ছিলেন। চালক রাস্তার মোড ফেরানোর সময়ে হটাৎ অসাবধান অবস্থায় গাড়ির উপর বসা ধন মিয়া পা পিছলে গাড়ির চাকার নিছে পিস্ঠ হয়ে গুরুতর আহত হন।

 

এসময় স্হানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্হানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারাযান।

 

ফুলগাজী সদর ইউনিয়নের ইউপি সদস্য মো.মজিবুর রহমান পাওয়ার ট্রলি হইতে পড়ে গিয়ে ধন মিয়া নামে একজন হেলপারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ধন মিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর নীলক্ষী গ্রামের বলু মিয়ার ছেলে।

আপনার মতামত লিখুন :