ধর্ষক বিজয় কৃষ্ণ দাসের ফাঁসির দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনী সরকারী কলেজের ইংরেজি বিভাগের পিয়ন বিজয় কৃষ্ণ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সরকারী জিয়া মহিলা কলেজের ছাত্রীরা। বৃহস্পতিবার (৮ জুন) সকালে সরকারী জিয়া মহিলা কলেজ প্রাঙ্গন ও শহরের এসএসকে রোড়ে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। মানব বন্ধনে জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ সহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখ, ফেনী সরকারী কলেজের পিয়ন বিজয় কৃষ্ণ দাস বর্তমানে ধর্ষণ মামলায় গ্রেফতার রয়েছে। এর আগে, গত ৬ মে বিজয় জিয়া মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে কূটকৌশলে ধর্ষণ করে।
গত ৬ জুন ঐ শিক্ষার্থী ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ বরাবর লিখিত অভিযোগ জানায়। গতকাল (৭ জুন) ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ পিয়ন বিজয়কে ফেনী মডেল থানার হাতে তুলে দেন। ধর্ষিত শিক্ষার্থী গতকাল ফেনী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।