ফেনীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৯ পিএম, ০৮ জুন ২০১৭

ইফতেখারুল অালম, ফেনী থেকে:>>>

ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার পর্যবেক্ষণ ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দরবৃদ্ধি ও মজুতদারী রোধে ফেনী শহরের বড় বাজারে পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম।

 

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা,পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু,জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্যাহ ভূঞা,শহর ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ফারভেজুল ইসলাম,ফেনী চেম্বারের পরিচালত বজলুল করিম মজুমদার,শহর ব্যবসায়ী সমিতির নেতা জালাল উদ্দিন বাবলু ও পৌরসভার সাস্থ্য পরিদর্শক কৃষ্ণ ময় বনিক উপস্থিত ছিলেন।

 

পর্যবেক্ষণকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম ব্যবসায়ীদের প্রকৃত মূল্যে পন্য সামগ্রী বিক্রি ও ভেজাল পন্য বিক্রি করার জন্য বলেন। এছাড়া বাজারের ফুটপাত দখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের জানান, বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের আওতায় এই পর্যবেক্ষণ করা হয়েছে। এটি চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :