ফেনীতে মিল্কভিটার ৭ বস্তা খালি প্যাকেট জব্দ || এক লক্ষ টাকা জরিমানা

ইফতেখারুল অালম, ফেনী থেকে:>>>
রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভেজাল ও মানহীন খাবার ও ভোগ্যপণ্য রোধে সারা দিনজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় বাজার মনিটরিং এর সময় বড় বাজারে ফরিদ রেক্সিন স্টোরে দেখা যায় মেগা ব্র্যান্ড, মিল্ক ভিটা, রসমালাই, মাতৃভান্ডার, জাবেদ এন্ড তানিম ব্রেড ইত্যাদি নামিদামি পণ্যের প্যাকেজ। অবৈধ এসব প্যাকেজে মানহীন পণ্য ঢুকিয়ে ক্রেতাদের ঠকানোর দায়ে ফরিদ রেক্সিন স্টোরের জনাব সেলিমকে ৩০০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
গ্রান্ড হক টাওয়ারে লেকমি, গার্নিয়ার ইত্যাদি কসমেটিক্স এর নকল বিক্রির দায়ে নীলাঞ্জনা কসমেটিকস কে ২০০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযান পরিচালনা করা হয় জালালিয়া সুইটস এন্ড কনফেকশনারী, অতিথি হোটেল সহ বেশ কয়েকটি ইফতার সামগ্রী তৈরীকারী প্রতিষ্ঠানে। এসময় জালালিয়া ফ্যাক্টরীতে কাচা ও সেদ্ধ খাবার একসাথে রাখা, পচা খাবার ফ্রিজে রাখার দায়ে ২০০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ ছাড়াও তাকিয়া রোডের এম.এস ট্রেডার্স এর তাকিয়া রোড এম এস ট্রেডার্সের আশীষ দেবনাথকে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা তেল টিনজাত করার অপরাধে ৩০০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, যেখানেই ভোক্তা ও সাধারণ জনগণের সাথে প্রতারণা সেখানেই জেলা প্রশাসন। এই রমযান জুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সর্বদা মাঠে আছে জেলা প্রশাসন।