বরিশালে স্মার্ট কার্ড দেয়া শুরু আজ থেকে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৩ পিএম, ১১ জুন ২০১৭

জিএস নিউজ ডেস্ক:>>>>

বরিশালে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ ১৬ জন বিশিষ্ট মানুষের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

আগামী ১৩ জুন নগরীর ৩০টি ওয়ার্ডে স্মার্ট কার্ড সাধারণের মধ্যে বিতরণ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে মাহবুব তালুকদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো কথা শুনতে চায় না নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে কমিশনকেই।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিধিবিধান সংস্কার করা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষপাতিত্ব বা গাফিলতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।

জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :