রাজশাহী জঙ্গি আস্তানায় অভিযান, আটক ১২

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৯ এএম, ১২ জুন ২০১৭

জিএস নিউজ ডেস্কঃ>>>>

রাজশাহীর তানোর উপজেলার পাঁচবন্দর ইউনিয়নে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বগুড়ার ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে রোববার রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ।

রাত ১২টায় ওই বাড়িতে অভিযান শুরু করে ‘জঙ্গি আস্তানা’ থেকে চার শিশু, চার নারীসহ ১২জনকে আটক করা হয়েছে। তাদের তানোর থানা হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের দাবি, ওই বাড়িতে দুটি সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এলে ফের সেগুলোর সন্ধানে অভিযান চালানো হবে।

বর্তমানে ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লাল নিশান দিয়ে আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই আস্তানা থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :