আবারও বনানী থেকে চার যুবক নিখোঁজ
জিএস নিউজ ডেস্কঃ>>>>
রাজধানীর বনানী থেকে আবারওর চার যুবক নিখোঁজ হয়েছেন। তাদের নিখোঁজের বিষয় জানিয়ে পরিবারগুলোর পক্ষ থেকে বনানী থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ যুবকরা হলেন- কামাল হোসেন (২২), ইমাম হোসেন (২৭), হাসান মাহমুদ (২৬) ও তাদের বন্ধু তাওহীদুর রহমান (২৫)।
এদের মধ্যে ইমাম হোসেন ও হাসান মাহমুদ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। আর কামাল হোসেন নিউ ইস্কাটন এলাকার দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরা হাদিস ডিগ্রি সম্পন্ন করেছেন।
নিখোঁজ ইমাম, হাসান ও কামাল বনানীর সি-ব্লকের ৪ নম্বর সড়কের ৬৭/এ, মোস্তফা ম্যানসনের ইন্টারকম ট্রেড ইন্টারন্যাশনাল ও টেলেক্স লিমিটেড নামের আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ইমাম হোসেনের বাড়ি তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায়। তার বাবার নাম বিল্লাল হোসেন। তিনি সৌদি ফেরত প্রবাসী। এখন বাসায় অসুস্থ অবস্থায় আছেন।
ইমামের ছোট ভাই ফয়সাল আহমদ বৃহস্পতিবার সকালে বলেন, আমার বাবা আগে সৌদি ছিল। স্ট্রোক করার পর দেশে চলে আসছেন। আমার ভাই ইমাম হোসেনই এখন সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম। ইমাম হোসেন ছোট থেকেই নামাজ পড়তেন। তিনি খুব সহজ সরল মানুষ। গত ৩ জুন অফিসে যাওয়ার পর বিকেল থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন হয়ে যায়। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর আমরা ৪ জুন থানায় জিডি করি।
আর তাওহীদুর রহমান ওই তিন যুবকের বন্ধু বলে জানা গেছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তাওহীদুরের বিষয়ে অনুসন্ধান করছে।
গত ৩ এবং ৪ জুন তাদের নিখোঁজ বিষয়ে বনানী থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান ও সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩ জুন থেকে এই চার যুবক নিখোঁজ হন। তারা সবাই ধর্মীয় ভাবধারার ছিল। একই দিন তাদের নিখোঁজ হওয়াটা রহস্যজনক। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, নিখোঁজ কামাল কড়াইল বড় মসজিদের মেসে থাকতো। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবের বাড়িবান্দা। তার বাবার নাম আবুল কাশেম। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়।
এছাড়া নিখোঁজ হাসান মহাখালীর ওয়্যারলেস গেট এলাকার একটি বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।



