দেশের বিচার ব্যবস্থা এখন নিস্তেজ: এরশাদ
স্টাফ রিপোটার:>>>>>
দেশে এখন ক্ষমতার তুফান চলছে। বিচারব্যবস্থা এখন নিস্তেজ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের কথা উল্লেখ করে এরশাদ বলেন, বিচারব্যবস্থা এখন নিস্তেজ হয়ে পড়েছে। সরকার যেন অসহায় হয়ে পড়েছে। এ সময় তিনি দেশে চলমান খুন, ধর্ষণ, দুর্নীতি ও অবিচারের নানা চিত্র তুলে ধরেন।
তুফান আওয়ামী লীগের কেউ না বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে এরশাদ বলেন, মানুষ মনে করে যে, শ্রমিক লীগ আওয়ামী লীগেরই অংশ।
তিনি বলেন, এই তুফান সরকার কী করে শ্রমিক লীগের নেতা হন। তাঁর ভাই মতিন সরকার কী করে যুবলীগের নেতা হন।
দেশে বর্তমানে চালের দাম বেড়ে গেছে উল্লেখ করে এরশাদ বলেন, দেশের খাদ্য পরিস্থিতি এখন নাজুক। আমরা ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা শুনেছি। এখন ১০ টাকা তো দূরে থাক, সাধারণ মানুষকে ৫০ টাকায় চাল খেতে হচ্ছে।
এমন অবস্থায় মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীরা এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমরা সময়মতো পদত্যাগ করব।
অথবা এই সরকার পদত্যাগ করুক –এমনটা জাতীয় পার্টি চায় কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তা চাই না। এতে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতি মণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



