ভোর বাজার-আমির উদ্দিন মুন্সীর হাট সড়কের বেহাল দশা দুর্ভোগে যান চলাচল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২১ পিএম, ১৮ জুন ২০১৮

সোনাগাজী সংবাদদাতাঃ>>>

সোনাগাজী উপজেলা নবাবপুর ইউনিয়নের ভোর বাজার-আমির উদ্দিন মুন্সীর হাট সড়কের বেহাল দশায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে খানাখন্দসহ সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষ। চলতি বর্ষায় সড়কের এমনই বেহাল দশা যে এখন চলাই দায় হয়ে পড়েছে। অথচ সড়কের এই বেহালদশা কিংবা মানুষের ভোগান্তি দেখার কেউ নেই!

 

গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগ দুইবছর আগে রাস্তাটির আংশিক মেরামত করলেও পিচ এবং খোয়া সরে গিয়ে রাস্তাটি খাদে পরিণত হয়েছে।

 

স্থানীয় সাংবাদিকরা রাস্তা মেরামতের বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদের প্রকৌশলী জানান, রাস্তাটি বেশ কিছুদিন আগে নির্মাণ করা হলেও বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য লিখিত আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন :