ছেলেকে ডাকতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার:>>>
টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে লাকী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে ছেলেকে ডেকে আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা গেছেন।
রবিবার মধুপুর পৌর এলাকার পূর্ব জটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। লাকী ওই গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সেই সাথে বজ্রপাতও হচ্ছিল। এসময় বাড়ির কাছেই খালে মাছ ধরতে গিয়েছিল তার ছেলে। এ অবস্থায় মাছ ছেলেকে ডেকে আনতে খোলা মাঠ দিয়ে যাওয়ার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়।



