গাজীপুরে পেট্রোল বোমাসহ জামায়াতের ৩ নেতা আটক

গাজীপুর প্রতিনিধি:>>>
গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল, জিহাদি বই উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।ধৃতরা হলেন- গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।
মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠসংলগ্ন টেম্পুস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই তিন নেতাকে আটক করে। তারা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে লোকবল বৃদ্ধির উদ্দেশ্যে জিহাদি বই পড়িয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে একত্রিত হয়েছিল।