দুপুরে সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৭ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

বিচারপতিদের নিয়ে ফুল কোর্টের সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটায় এই সভা অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে জাজেজ লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

 

গতকাল সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চান। বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন। এরপর রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান বিচারপতির এক মাসের ছুটির পর সোমবার দিবাগত রাতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে কার্যক্রম শুরু করেন। সকাল ১০টা পর্যন্ত এই আদালতের কার্যক্রম চলে।

 

এ সময় আপিল বিভাগের বেঞ্চের অপর চার বিচারপতি- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :