ফেনীর দাগনভূঞায় এক ব্যবসায়ীর আত্মহত্যা

ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি:>>>
ফেনীর দাগনভূঞা উপজেলায় ইমাম উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার আমানুল্লাহপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মৃত মকবুল আহমদের ছেলে ব্যবসায়ী ইমাম উদ্দিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। ভোরে পরিবারের লোকেরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের স্বজন জাহাঙ্গীর হোসেন জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ওইরাতে পরিবারের সকলের অগোচরে ইমাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।