কুড়িগ্রামে অভিমানী স্কুল ছাত্রীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার:>>>
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে বাবা-মা বকা দেওয়ায় অভিমানী মেয়ে শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কুদ্দুস মিয়ার কন্যা শোহানা খাতুন ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শোহানা খাতুন স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তার বাবা মা এ নিয়ে শুক্রবার সকালে শোহানাকে বকাঝকা করে। পরে শুক্রবার বিকালে পরিবারের লোকজন ও পুলিশ শোহানার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



