মুক্তি পেল ফেনীর এসপি জাহাঙ্গীর সরকারের ‘মানবতায় বাংলাদেশ’ গান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩০ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>

মুক্তি পেল ফেনী জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেনীর তালিকাভূক্ত শিল্পী এস.এম জাহাঙ্গীর আলম সরকারের কণ্ঠে গাওয়া ‘মানবতায় বাংলাদেশ’ শিরোনামের গানটি, গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দেয়া হয় শান্তিতে নোবেল বিজয়ী সুচির মানব ধর্মের প্রতি। ধিক্কার জানানো হয়েছে মিয়ানমারের সামরিক জান্তার প্রতি।

 

 

পাশাপাশি জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পাশে দাড়াতে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আহবান জানানো হয়েছে।

 

 

মানবিক বিপর্যস্ত রোহিঙ্গা শরনার্থীদের হৃদয় বিদারক স্থির ও ভিডিও চিত্রে সাজানো গানটি শ্রোতা ও দর্শকদের আরো বেশি মানবিক হতে ভূমিকা রাখবে। এছাড়াও মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গাদের পাশে এসে দাড়াতে জনমত সৃষ্টি করবে। মূলত পাশ্ববর্তী মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা মানবিক বাংলায় আশ্রিত রোহিঙ্গাদের আর্তনাদ মনের মধ্যে একটি ঝড়ের সৃষ্টি করেছে। সেই প্রেক্ষাপটে মানবিকতার পক্ষে দাড়ানোর প্রয়াসে তার এ প্রচেষ্টা জনমত সৃষ্টি ও সকলকে মানবিকতায় উদ্বুদ্ধ হতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

 

গানটির বাংলা ভার্সন
মানবতা আজ থমকে গেছে,
বিশ্ববিবেক উল্টে গেছে
মানবতা আজ কোথায় আছে
শুনেছি সে নাকি আজ পশ্চিমে
রোহিঙ্গারা মানবতা খুজেঁ পেয়েছে স্বাধীন বাংলাতে
মানবতা আছে বাংলাদেশে
বাংলা দেখেছে রক্ত গঙ্গাঁ উনিশ একাত্তরে
একুশ শতকে বাঙ্গালি আমরা
মানবতার শিখরে-
নিঃস্ব হয়ে বিশ্ব শিখছে মানবতা কাকে বলে –
শেখ হাসিনার লাল সবুজের পতাকার ছায়াতলে
বাঙ্গালী বলে করছো নিধন
শিশু, কিশোর বৃদ্ধাকে
লাশের মিছিল চলছে ভেসে
রক্ত স্রোতের বন্যাতে।
মাইন পূতে, আগুন জ্বেলে পুডছ মানব-আত্বাকে
কোথায় সু’চির মানবধর্ম
শেখাও তোমার জান্তাকে।

আপনার মতামত লিখুন :