রোটার্যাক্ট বিলোনিয়া জোনের ক্লাব এসেম্বলি সম্পন্ন
ফেনী প্রতিনিধি:>>>
ফেনীতে রোটার্যাক্ট বিলোনিয়া জোনের ক্লাব এসেম্বলি বিকাল ৪টায় শহরের হোটেল মিডনাইট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জোনাল প্রতিনিধি রো. এ এন এম মাখজাম হায়দার মিরাজের সভাপতিত্বে অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশ এর পদ্মা জোনের ডেপুটি গভর্ণর রোটা. জালাল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্ণর রোটা. সিপি আবদুল আউয়াল সবুজ, ডেপুটি সেক্রেটারী রোটা. পিপি মোমিনুল হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারী রোটা. পিপি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র আর সি সি রোটা. সাইদুল মিল্লাত মুক্তা, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের আর সি সি রোটা. সাইফুল ইসলাম মিঠু। উক্ত অনুষ্ঠানে রোটার্যাক্টরদের প্রশিক্ষণ প্রদান করেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরুপার আর সি সি রোটা. এ কে এম সাইফুল ইসলাম মজুমদার, এক্স. ডিসট্রিক্ট সেক্রেটারী ইব্রাহিম হাসান, এক্স. এ ডি আর আর রো. শরিফুল ইসলাম অপু, ডিসট্রিক্ট ট্রেইনার রো. সিপি আরাফাত উল মিল্লাত দিপুল, রিজোনাল প্রতিনিধি মাইনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি রো. জিয়া উদ্দিন, ফেনী অপূর্বর সভাপতি শফিউল আলম ভূঁইয়া অপু, ফেনী কলেজের সভাপতি রো. নাজমুদ্দিন জিকু, ফেনী অপরূপা সভাপতি রো. তাহমিনা লাবনী, ফেনী সিটির (প্রস্তাবিত) প্রতিষ্ঠাতা সভাপতি রো. শহিদ পাটোয়ারী প্রমুখ।



