ফেনীতে খালেদার বহরে হামলার চেষ্টা; দুটি বাসে আগুন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>

ফেনীতে এবার বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বৃত্ত্বরা। মঙ্গলবার বিকাল চারটা ৪০ মিনিটের দিকে তাঁর গাড়ী বহর মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশনের সামনে সড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় তারা। পরে বিক্ষুদ্ধ ছাত্রদলকর্মীরা মহিপালে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করার খবর পাওয়া গেছে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাক জিয়াউদ্দিন মিষ্টার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সরকারদলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ীতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে। ছাত্রদলকর্মীদের কঠোর অবস্থানের কারণে ধাওয়া খেয়ে দুটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জিসে নিউজ’কে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্ত শেষে বলা যাবে কারা বাস দুইটিতে আগুন দিয়েছে।

 

উল্লেখ্য, ২৮ অক্টোবর শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। নিজ জেলা ফেনীতে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার জন্য যাত্রা বিরতি কালে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় তাঁর গাড়ী বহর হামলার শিকার হয়। দূর্বৃত্ত্বদের হামলায় বেশ কয়েকটি মিডিয়ার গাড়ী ভাংচুর ও সাংবাদিকরা আহত হন। এছাড়াও মহাসড়কের দাউদকান্দি ও মিরসরাইয়ে হামলার শিকার হয় বেগম খালেদা জিয়ার গাড়ী।

 

এদিকে রবিবার থেকে বিএনপি চেয়াপর্সন বেগম খালেদা জিয়া সড়ক পথে না আকাশ পথে ঢাকা যাবেন তা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। বিবাদমান পরিস্থিতিতে সড়ক পথে না গিয়ে আকাশ পথ ব্যবহারকে যুক্তিসঙ্গত মনে করে মত দেন অনেকে। মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিক সম্মেলন শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আপনার মতামত লিখুন :