নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার:>>>>
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও পাঁচজন ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল জানান ।
মৃতরা হল-নাদিরা আক্তার (১৪) ও শান্তা বেগম সোনিয়া (১৪)।
আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিত্তরঞ্জন বলেন, বুধবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার্থীর অংশ নিতে বিরগাঁও থেকে একটি নৌকায় প্রায় ৭০-৮০জন শিক্ষার্থী কৃষ্ণনগরে আসছিল। কৃষ্ণনগর ঘাটে নোঙ্গর করার একটু আগে নৌকাটি ডুবে ওই দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে, তবে কেউ নিখোঁজ নেই বলে দাবি করেছেন সহকারী পুলিশ সুপার ।



