ফেনীতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: খালেদা জিয়া গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপিকে দায়ী
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীতে গত ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বুধবার (১ নভেম্বর) জেলা আওয়ামী লীগ আয়োজিত ফেনী শহরের একটি রেস্তোঁরায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতীয়ভাবে বিএনপি কোন ইস্যু তৈরি করতে না পেরে ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়ির ওপর হামলা ও ভাংচুর চালিয়ে ইস্যু সৃষ্টির পাঁয়তারা করছে। এ ঘটনায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল না।
তিনি বলেন, খালেদা জিয়া চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে গত মঙ্গলবার বিকেলে ফেনীর মহিপালে পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসের নেত্রীর শতশত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খালেদা জিয়ার গাড়িবহর পার হওয়ার পরপর মহাসড়কের ওপর যাত্রীবাহী দুটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও বেশ কটি গাড়ি ভাংচুর করে।
তিনি বলেন, খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর মোহাম্মদ আলী, দেবীপুর, ফতেহপুর ও লালপুলে এবং ফিরতি পথে ফেনীর মহিপালে দুটি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় যারা জড়িত প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, মাস্টার আলী হায়দার, দপ্তর সম্পাদক শহীদ উল্ল্যাহ খোন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএনপি গত মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহিপাল এবং ফতেহপুরে হামলার ঘটনায় সরকারি দলকে দায়ী করেন এবং দোষী ব্যক্তিদেরকে সনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
হামলা ও অগ্নিসংযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী জানান, সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কেউ অভিযোগ না দিলেও পুলিশ বাদী হয়ে ২৫-৩০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, মহিপালে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



