ফেনীর সর্বোচ্চ করদাতা হিসেবে যুবলীগ নেতা শুসেন চন্দ্র শীলের সম্মাননা লাভ

নিজস্ব প্রতিনিধি:>>>
কর অঞ্চল কুমিল্লা কর্তৃক আয়োজিত বুধবার হোটেল নুর জাহানের মিলনায়তনে আয়কর দাতাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের কাছ থেকে ফেনী জেলার সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার শুসেন চন্দ্র শীল এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার ড. সামস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ।