ফেনীর সাংসদ নিজাম হাজারীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

জিএস নিউজ ডেক্স:>>>

ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে এমপিত্ব অবৈধ বলে রীট পিটিশনকারী বাদী সাখাওয়াত হোসেন সকাল ১১টায়, ঢাকা রির্পোটাস ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জীবনের নিরাপত্তা চেয়ে এবং মামলার দ্রত নিস্পত্তির জন্য অনুরোধ জানিয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী সাখাওয়াত হোসেন ভূইয়া।

 

 

এ সময় উপস্হিত ছিলেন ফেনীর সাবেক যুুবলীগ নেতা আরজু, কাজী ফারুক, মো: ইউসুফ, কামরুল হাসান, সামসুদ্দিন হোদন, প্রমুখ।

 

লিখিত বক্তব্যে মামলার বাদী সাখাওয়াত হোসেন ভূইয়া বলেন, বতর্মানে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে নিজাম হাজারী। শুধু তাই নয় তার বিরুদ্ধে থানায় বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছেন।

 

সভায় আযহারুল হক আরজু বলেন, এই পযন্ত ৭জন বিচারক উক্ত মামলার শুনানীতে বিব্রতবোধ করায় ঝুলে আছে রায়ের প্রক্রিয়া। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপে মামলার রায় দ্রত ঘোষনা করার ব্যবস্থা গ্রহনের আবেদন করেন।

আপনার মতামত লিখুন :